1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

জনশক্তি রপ্তানি স্বচ্ছ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সময় সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৩৩ বার দেখা হয়েছে

সাধারণ মানুষের হয়রানি রোধে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এদিকে, নিজ বাড়ির গাছ কাটতেও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতির বিধান রেখে বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, জনশক্তি রপ্তানিতে দরিদ্র মানুষের সাথে প্রতারণা বন্ধ করতে এ প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রক্রিয়া সম্পর্কে সবাইকে জানানোরও আদেশ দেন তিনি। এছাড়া দালালের খপ্পরে পড়ে প্রবাসী শ্রমিকদের যেন বাড়িঘর বিক্রি করতে না হয়, সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজে ঋণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন বিদেশে যে লোকজন যাবেন, তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও, গণমাধ্যমে ব্যাপক প্রচার করে দেয়ার জন্য। মানুষকে বলতে হবে, এরা হলো কর্তৃপক্ষ এবং এই পরিমাণ টাকা লাগবে। আর যদি টাকার প্রয়োজন হয়, তাহলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন ঋণ নিয়ে যান।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, যে শ্রমিকেরা বিদেশে যাবেন, তারা যেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোভাবেই যেন তারা অতিরিক্ত টাকা না দেন। অনেকে না জেনে পেমেন্ট করে দেন, সে জন্য মন্ত্রিসভা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

এছাড়া বনাঞ্চল সংরক্ষণে নতুন আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের সব বনাঞ্চল সংরক্ষণের বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়েছে, ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। সামাজিক বনায়নের মাধ্যমে লাগানো সব গাছও এর আওতায় আসবে।

এদিকে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মন্ত্রিসভা বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১৯ দশমিক ১ শতাংশ কমেছে। মন্ত্রিসভা বৈঠক বিষয়ে ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com