স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনাভাইরাসে প্রায় ৩৬ লাখ টিকার রেজিস্ট্রেশন হয়েছে। ৪০ বছর পর্যন্ত বয়স এবং চার কোটি লোককে ভ্যাকসিন দেয়া হবে।
আজ মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, এখনও দেড় কোটি মানুষকে তিন কোটি ডোজ দিতে বাকি আছে। এপ্রিলের সাত তারিখে দ্বিতীয় ডোজ শুরু হবে। এ মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার কথা থাকলেও এসেছে ২০ লাখ ডোজ। শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।