সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাকিব-শিশিরের ঘরে আসে তৃতীয় সন্তান।
সাকিব আল হাসানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন।
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব।
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান।