ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে হলে উপনির্বাচনে জিততেই হবে তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর, শমসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। আজ রোববার (৩ অক্টোবর) সকাল থেকে ভোটগণনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে কোনো সংশয় নেই। চিন্তা শুধু ব্যবধানের অংক নিয়ে। সবশেষ খবরে জানা গেছে, ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮ ভোটে। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়ঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।